Homeপ্রবাসের খবরনাট্যজন জামালউদ্দিন আর নেই | SUN NEWS BANGLADESH

নাট্যজন জামালউদ্দিন আর নেই | SUN NEWS BANGLADESH


প্রবাস ডেস্ক: বিশিষ্ট নাট্যজন, নির্দেশক ও অভিনেতা জামাল উদ্দিন হোসেন মারা গেছেন।


আরও পড়ুন: মালয়েশিয়ায় ১৭ বাংলাদেশি আটক


শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কানাডার রকিভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


ছেলে তাশফিন হোসেন বলেন, বাবা জামাল উদ্দিন হোসেন যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে কানাডার ক্যালগিরিতে বাড়িতে বেড়াতে এসেছিলেন। এর মধ্যে গত ১৮ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, বাবার ইউরিন ইনফেকশন হয়েছে। পরে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারছিলেন না। এর পরই চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন। তিনি এতদিন লাইফ সাপোর্টে ছিলেন।


তিনি আরও বলেন, মৃত্যুকালে বাবার বয়স ছিল ৮১ বছর। এর আগে বাবা দুবার স্ট্রোক হয়েছিল। এ ছাড়া কোভিডের সময় তার প্রোস্টেট ক্যানসার হয়েছিল। ক্যালগেরিতে বাবার নামাজে জানাজার পর কক্রেন কবরস্থানে দাফন করা হবে।


নাট্যজন জামালউদ্দিন হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাডার বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।


সান নিউজ/এএন



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত