Homeপ্রবাসের খবরনাটোরে পাওয়া গেল ১৮০ গ্রাম ওজনের মুরগির ডিম – প্রবাস খবর

নাটোরে পাওয়া গেল ১৮০ গ্রাম ওজনের মুরগির ডিম – প্রবাস খবর


সাধারণত মুরগির ডিমের ওজন ৫০-৬০ গ্রাম। বুধবার এর চেয়ে তিনগুণ বেশী ১৮০ গ্রাম ওজনের ডিমের দেখা মিলেছে নাটোরের লালপুর উপজেলার ভাটাপাড়ার গোলাম কিবরিয়ার মুরগীর খামারে।

বড় আকৃতির ডিমটি দেখতে তার বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। খামারি কিবরিয়া জানান, গত ৫ মাসে আগে নিজ বাড়িতে লেয়ার মুরগির খামার করেছেন তিনি। একমাস ধরে মুরগিগুলো নিয়মিত ডিম দিচ্ছে। প্রতিদিনের মতো বুধবার তার মা খামারে ডিম সংগ্রহ করতে যান। খামারের একটি খাঁচায় বড় ডিমটি দেখে প্রথমে ভয় পেয়ে যান তিনি। পরে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানালে কিবরিয়া এসে খাঁচা থেকে ডিমটি সংগ্রহ করেন।

কিবরিয়া ডিজিটাল স্কেলে পরিমাপ করে দেখেন ডিমটির ওজন ১৮০ গ্রাম।

প্রতিবেশী হারুনুর রশিদ ও সাবিনা ইয়াসমিনসহ কয়েকজন জানান, মুরগির এতোবড় ডিম দেখে তারা বিস্মিত। ডিমটি অন্য ডিমের মতো মসৃণ নয়, দেখতেও অস্বাভাবিক এবং সাধারণ ডিমের তুলনায় ৩ গুণ বড়।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সাধারণত ডিমের ওজন ৫০ থেকে ৬০ গ্রাম হয়। মুরগি অনিয়মিত ডিম দিলে ডিমের ভেতর ২ থেকে ৩টা কুসুম থাকতে পারে। সেক্ষেত্রে ডিমের ওজন ৮০ থেকে ১০০ গ্রাম হতে পারে। তবে মুরগির ডিম ১৮০ গ্রাম হয়েছে এটা অস্বাভাবিক। এমন ঘটনা খুবই বিরল। আমি আমার চাকরি জীবনে এমন ঘটনা প্রথম শুনলাম।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত