Homeপ্রবাসের খবরঢাকায় আনা হলো তামিম ইকবালকে – প্রবাস খবর

ঢাকায় আনা হলো তামিম ইকবালকে – প্রবাস খবর


গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে সড়ক পথে ঢাকায় নিয়ে আসা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) রাত পৌনে ৯টায় একটি অ্যাম্বুলেন্সে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।

গতকাল সোমবার হার্ট অ্যাটাকের পর সাভারের ওই হাসপাতালে তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়। এর ২৪ ঘণ্টারও কিছু বেশি সময় পর তাকে আজ ঢাকায় আনা হলো।

হাসপাতাল কতৃপক্ষের বরাতে জানা গেছে, তামিমের শঙ্কাজনক পরিস্থিতি কাটিয়ে ওঠা হয়ে গেছে। তার শারীরিক জটিলতাও নেই এখন। পরিবারের সঙ্গে কথা বলেছেন, হাঁটাচলা করছেন।

তবে পরিবারের চাওয়া, তামিমের সুযোগ সুবিধাটা আরও যেন ভালো হয়। সে ভাবনা থেকেই এই সিদ্ধান্ত। হাসপাতালের মেডিক্যাল বোর্ড আলোচনা করে বিষয়টি অনুমোদন করেছে বলেও জানা গেছে।

আপাতত ঝুঁকিমুক্ত থাকলেও ঢাকার এই হাসপাতালে বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে জাতীয় দলের সাবেক এক ক্রিকেটারকে।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত