Homeপ্রবাসের খবরডেনমার্কে প্রবাসী বাংলাদেশিদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

ডেনমার্কে প্রবাসী বাংলাদেশিদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ


রাকিবুল ইসলাম আজহারীকে সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার ডেনমার্ক প্রতিনিধি এরশাদুল বারীকে সহ-সভাপতি করে ডেনমার্কে অবস্থানরত বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদের সমন্বয়ে ‘ভলেন্টিয়ার স্কোয়াড ডেনমার্ক’ বা ভিএসডি নামক নতুন স্বেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ করেছে। ‘এম্পাওয়ার, এনগেজ, এক্সেল’ এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশি শিক্ষার্থী, তাদের পরিবারসহ সর্বপরি ডেনমার্কে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য প্রদান, বাসা ভাড়া, চাকরিসহ বিভিন্ন বিষয়ে সহায়তা ও সঠিক পরামর্শ প্রদানের লক্ষ্য নিয়েই মূলত নতুন এ স্বেচ্ছাসেবী সংগঠেনর যাত্রা শুরু হয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়।

২০২৫ সালের জন্য গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন- অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স সম্পাদক আরমান উল আলম, মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক কাজী রাকিবুল হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক সাদমান সাকিব হৃদম, সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক মো. কাজী নিজাম, ট্রেনিং ও ওয়েলফেয়ার সম্পাদক মাহিদি হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আন্জুমান আরা, আইন বিষয়ক সম্পাদক নুর ই আলম জিকু, অফিস সম্পাদক দিলরুবা খানম, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মো. জাহিদ হাসান মুন্সী এবং স্পোর্টস ও বিনোদন সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান ও ফারহান রহমাতুল্লাহ।
এছাড়া কমিটিতে সহ-সভাপতিকে সহায়তা করবেন মাহমুদুর রহমান, কোল্ডিং এর কো-অর্ডিনেটর হিসেবে সৈয়দ জমসেদ, অরহুস এর কো-অর্ডিনেটর হিসেবে আফরিন আজাদ, কাজী উজ্জ্বল ও কাজী রাকিবুল হাসান, ওডেন্স এর কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন মাহাবুবুর রহমান সুমন।

নতুন কমিটির সদস্যরা আগামীকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) কোপেনহেগেনে অবস্থিত বাংলাদেশ দুতাবাসের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদুত এ কে এম শহিদুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া নতুন কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান এবং বাংলাদেশ থেকে নতুন সেশনে আগত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে খুব শিগগিরই একটি অনুষ্ঠান করা হবে বলেও জানিয়েছে নবগঠিত কমিটির নেতারা।

এছাড়া বাংলাদেশ থেকে আগত শিক্ষার্থী ও তাদের পরিবার এবং ডেনমার্কে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো ধরণের সমস্যার সহায়তার জন্য ‘ভলেন্টিয়ার স্কোয়াড ডেনমার্ক’ বা ভিএসডির সঙ্গে যোগাযোগ করার জন্য সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত