Homeপ্রবাসের খবরডাইনি রূপে হাজির হলেন জয়া!

ডাইনি রূপে হাজির হলেন জয়া!


উঁচু-নিচু পথ, টিলা, তার মধ্যে ঝর্ণা। সবুজে ঘেরা পরিবেশ। অদ্ভুত সৌন্দর্যের মধ্যে বসবাস কিছু মানুষের। তা ছাড়াও প্রকৃতির মতোই সুন্দর; সবার কণ্ঠেই সুর, ছন্দময় তাদের কথা। হঠাৎ সেই লোকালয়ে পাওয়া যায় এক ছোট্ট মেয়েকে, যার কণ্ঠে সুর নেই। সেই গ্রামে কণ্ঠে সুর না থাকা একটা অভিশাপ।

ছোট মেয়ের অভিশাপ কাটে, কণ্ঠে সুর আসে। কিন্তু কীভাবে? সেটির পেছনে ছুটতে গিয়ে বের হয়ে আসে ডাইনির কথা। প্রকাশ্যে আসতে থাকে আরও সব কঠিন বাস্তবতা। শেষ চমক এখানেই। পর্দায় হাজির হন অভিনেত্রী জয়া আহসান। গল্পের সেই ডাইনি চরিত্রে অভিনয় করেছেন তিনি। মেকআপের গুণে ডাইনি চরিত্রে তাঁকে বোঝাই ছিল কষ্টসাধ্য। গল্পের প্রয়োজনে শেষ ভাগে নিজের রূপে ধরা দেন এই অভিনেত্রী।

সম্প্রতি চরকি অরিজিনাল সিরিজ ‘২য়’র শেষ পর্ব ‘বেসুরা’ প্রকাশ পেয়েছে। সিরিজটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। মা গুলতেকিন খানের সঙ্গে এই সিরিজের গল্পগুলো লিখেছেন নুহাশ।

ডাইনি চরিত্রে অভিনয় প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘দর্শকরা সবাই কম-বেশি জানেন, আমি ক্যারেক্টার আর্টিস্ট, ভিন্ন রকম চরিত্র করতে পছন্দ করি। গল্পটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। নুহাশ হুমায়ূন ও গুলতেকিন খান মিলে ভীষণ শক্তিশালী গল্প লিখেছেন। ক্যামিও চরিত্র হিসেবে কাজটি করেছি। ছোট চরিত্র হলেও এর প্রভাব অনেক বেশি।’ ‘২য়’ সিরিজের ‘বেসুরা’ পর্বে অনেকটা সময় ডাইনি সাজে থাকতে হয়েছে জয়া আহসানকে। শেষ কিছু মুহূর্ত না এলে অভিনেত্রীকে বোঝাই কঠিন হয়ে যেত বলে মনে করছেন অধিকাংশ দর্শক।

নুহাশ জানান, কনটেন্টটি এডিট করার সময় প্রথমে এডিটরও নাকি বুঝতে পারেননি যে, ডাইনি বেশে অভিনয় করছেন জয়া আহসান। এজন্য অবশ্য অভিনেত্রী কৃতিত্ব দিয়েছেন মেকআপ আর্টিস্ট, নির্মাতা ও সিনেমাটোগ্রাফারকে।

জয়া বলেন, ‘ভালো লাগছে যে, প্রথম দিকে কেউ এটা ধরতে পারেনি। এটা আসলে মেকআপ আর্টিস্টের কৃতিত্ব। কীভাবে চরিত্রটিকে দেখানো হচ্ছে, ক্যামেরা কীভাবে ধরা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ ছিল এ ক্ষেত্রে। তাই নির্মাতা ও সিনেমাটোগ্রাফারকেও এর কৃতিত্ব দিতে হবে।’

পর্বটিতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, ইসলাম উদ্দিন পালাকার, এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান, সায়েম উদ্দীন, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, মোহাম্মদ ফাইয়ান ওয়াহিদ, রাজদীপ দাশ, বীণা দাশ গুপ্তাসহ অনেকে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত