Homeপ্রবাসের খবরট্রেনে নারী যাত্রীদের উত্ত্যক্ত, প্রতিবাদ করায় ৪ জনকে ছুরিকাঘাত

ট্রেনে নারী যাত্রীদের উত্ত্যক্ত, প্রতিবাদ করায় ৪ জনকে ছুরিকাঘাত


বগুড়ায় নারীদের সঙ্গে অশোভন আচরণ করার প্রতিবাদ করায় ৪ জনকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। শনিবার রাতে বগুড়া রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটেছে।

রোববার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন।

আহতরা হলেন- বগুড়া ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ও চকসূত্রাপুর এলাকার ফারুক হোসেনের ছেলে জোবায়ের হোসেন (২৩), একই এলাকার মিজানুর রহমানের ছেলে পিয়াল হাসান (২০), আব্দুস সালামের ছেলে নাঈম হাসান (১৮) এবং মৃত শাহিনূরের ছেলে তানভীর হাসান (২০)। এ বিষয়ে শনিবার রাতেই বগুড়া সদর থানায় ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

আহত জোবায়েরের বাবা ফারুক হোসেন জানান, বগুড়া সোনাতলা থেকে পিয়াল আর রিফাত পদ্মরাগ ট্রেনে বগুড়া সদরে আসছিল। ট্রেনের একই বগিতে সেউজগাড়ীর ইমন, মঈন, মুন্নাসহ চারজন যুবক একটি ব্যাগ রাখে। সেই ব্যাগ দুই নারীর ওপর পড়ে গেলে পিয়াল আর রিফাত ব্যাগ সরিয়ে রাখতে বলে। এ সময় ইমনরা ওই মেয়েদের উত্ত্যক্ত করে এবং পিয়াল ফারুককে স্টেশনে নেমে মারার হুমকি দেয়। এ ঘটনা জোবায়েরকে ফোন করে বিস্তারিত জানায় পিয়াল। পরে জোবায়ের স্টেশনে পিয়াল আর রিফাতকে নিতে যায়। ট্রেন থেকে নামতেই সংঘবদ্ধ সন্ত্রাসী দল মুখোশ পরে লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে জোবায়েরদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় জোবায়েরসহ উল্লেখিত চারজন ছুরিকাঘাতের শিকার হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, ছুরিকাঘাতের ঘটনায় রাতেই সদর থানায় ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত