Homeপ্রবাসের খবরজুমার নামাজের সময় মিয়ানমারে ৭০০ মুসল্লির মৃত্যু! – প্রবাস খবর

জুমার নামাজের সময় মিয়ানমারে ৭০০ মুসল্লির মৃত্যু! – প্রবাস খবর


শুক্রবারের (২৮ মার্চ) ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারের মান্দালয় ও সাগাইং অঞ্চলে অন্তত ৭০০ জন মুসলিমের মৃত্যু এবং প্রায় ৬০টি মসজিদ ধসে পড়েছে। ধসে পড়া মসজিদগুলোর বেশ কয়েকটি উনিশ শতকের বলে জানা গেছে। স্প্রিং রেভোলিউশন মিয়ানমার মুসলিম নেটওয়ার্কের তথ্যের ভিত্তিতে সোমবার (৩১ মার্চ) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইরাবতী।

স্থানীয় মুসলিম সম্প্রদায়ের তথ্যানুসারে, মান্দালয়, সাগাইং, নেপিদো, পাইনমানা, পিয়াবওয়ে, ইয়ামেথিন, থাজি, মেইকটিলা, কিয়াউকসে এবং পালেইক শহরে মসজিদগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

প্রতিবেদন মতে, ভূমিকম্পের পর অনেক এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এখনও পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। তাই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মসজিদের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মুসলিমদের জন্য বছরের সবচেয়ে পবিত্র সময় রমজান মাস চলাকালে এবং জুমার নামাজের সময় ভূমিকম্প আঘাত হানায়, মুসলমানদের মধ্যে প্রাণহানির সংখ্যা বেশি ছিল বলে মনে করা হচ্ছে।

কো শাকি নামে স্থানীয় একজন বলেন, আমদের অনুমান, ভূমিকম্পটি শুক্রবারের নামাজের (জুমার নামাজ) সময় আঘাত হানে এবং এটি ছিল রমজান মাস। আমাদের কাছে এখনও সঠিক পরিসংখ্যান নেই, তবে আমরা জানি শত শত মুসলিম প্রাণ হারিয়েছেন।

এদিকে, জান্তা মিডিয়া শুক্রবার মান্দালয় অঞ্চলের ভূমিকম্পে ১,৫৯১টি বাড়ি, ৬৭০টি মঠ, ৬০টি স্কুল, তিনটি সেতু এবং কমপক্ষে ২৯০টি প্যাগোডা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে। কিন্তু মসজিদ সম্পর্কে কিছুই উল্লেখ করা হয়নি তাদের প্রতিবেদনে।

ধ্বংসপ্রাপ্ত মসজিদগুলোতে জান্তা সরকারের উদ্ধারকারী দল উপস্থিত না হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এম এইচ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত