Homeপ্রবাসের খবরজার্মানির ফ্রাঙ্কফুর্টে অ্যাম্বিয়েন্তে মেলায় বাংলাদেশ

জার্মানির ফ্রাঙ্কফুর্টে অ্যাম্বিয়েন্তে মেলায় বাংলাদেশ


প্রতি বছরের মতো এবারও জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে বিশ্ব বিখ্যাত গৃহস্থালির বাণিজ্য মেলা ‘অ্যাম্বিয়েন্তে ২০২৫’। ফ্রাঙ্কফুর্টে এ মেলা শুরু হয় ৭ ফেব্রুয়ারি।

ভারত, পাকিস্তান, চায়নাসহ ২০০ দেশের সঙ্গে বাংলাদেশের ৪২টি কোম্পানি অংশ নিয়েছে এ আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। মেলা চলবে পুরো সপ্তাহ জুড়ে।

পৃথিবীর নানা বর্ণের, বিভিন্ন ভাষার মানুষের সঙ্গে বাংলাদেশ ও তাদের পণ্যকে বিশ্ব বাজারে ব্র্যান্ডিং করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করলেন মেলার স্টলে বাংলাদেশ থেকে আগত কোম্পানিগুলো। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বার্লিন বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর রাব্বি ও মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজের তত্ত্বাবধানে হোম টেক্সটাইল মেলার উপস্থাপনা বেশ দৃষ্টি কেড়েছে দর্শনার্থীদের।

তবে পণ্য প্রদর্শনীর জন্য টেলিভিশন থাকলেও সেখানে তেমন কিছু প্রদর্শনী হচ্ছে না। কারণ হিসেবে জানা গেছে ভিডিওতে বিগত সরকারের প্রতিনিধিদের ছবি থাকায় ভিডিও দেখানো হচ্ছে না।

বার্লিন বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর রাব্বি বলেন , বৈদেশিক মুদ্রা অর্জনের এ মাধ্যমটিতে দূতাবাস সবসময় সহযোগিতা করছে।

আকিজ গ্রুপের ব‍্যবস্থাপনা পরিচালক তাসলিম খান বলেন, আমাদের স্টলে বিশ্বমানের পণ্য ব্যবসার পাশাপাশি বাংলাদেশকেও ব্র্যান্ডিং করছে।

মেলায় অংশগ্রহণ করা শাহনাজ পারভিন জানান, এ মেলায় না আসলে বোঝা যাবে না রপ্তানি করার জন্য কতটুকু গুরুত্ব বহন করে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত