Homeপ্রবাসের খবরজলের গানে ফিরলেন কনক, বিরতিতে রাহুল

জলের গানে ফিরলেন কনক, বিরতিতে রাহুল


জনপ্রিয় গানের দল জলের গান থেকে বেরিয়ে গিয়েছিলেন এর অন্যতম ভোকাল কনক আদিত্য। সম্প্রতি আবারও দলে যুক্ত হয়েছেন এই শিল্পী। অন্যদিকে দলের প্রধান রাহুল আনন্দ দল থেকে সাময়িক বিরতি নিয়েছেন। সর্বসম্প্রতি দলের দুটি পরিবেশনায় দেখা যায়নি রাহুল আনন্দকে।

গতকাল শনিবার ছিল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। সে অনুষ্ঠানের শুরুতেই ছিল জলের গানের পরিবেশনা। এ দিন মঞ্চে পাওয়া যায় নতুন এক জলের গানকে। দলে অনিয়মিত হয়ে পড়া সদস্যদেরও কেউ কেউ এ অনুষ্ঠানের পরিবেশনায় ছিলেন।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশনায় ছিলেন কনক আদিত্য, মল্লিক ঐশ্বর্য, ইন্নিমা রশ্মি, রানা সারোয়ার, সূত্রধর অর্জুন, সাইফুল জার্নাল, মাসুম মিয়া, হাবিবুল্লাহ ফারহানকে। মঞ্চে বোতল বাজাতে দেখা যেন রাহুল আনন্দকে। গতকাল সেই বোতল বাজাতে দেখা গেছে ঐশ্বর্যকে। অভিনয়ে নিয়মিত হয়ে পড়ায় দল থেকে বিরতি নিয়েছিলেন সাইফুল জার্নাল। তাকেও গতকাল পরিবেশনায় পাওয়া গেছে। কিন্তু রাহুলের বিরতির কারণ জানা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে জলের গানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে আপাতত বিরতি নিয়েছেন রাহুল আনন্দ। তবে সেটা কী কারণ তা জানাতে পারেননি। তবে ইঙ্গিত করেছেন, গত ৫ আগস্ট বাড়িতে আগুনের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন রাহুল আনন্দ। তাই দল থেকে সাময়িক বিরতি নিয়ে নিজের মতো করে সময় কাটাচ্ছেন তিনি। আপাতত কিছুদিন দলের পরিবেশনায় দেখা যাবে না তাকে। তবে‌‌ ‘পরিস্থিতি’ স্বাভাবিক মনে হলে তিনি দলে ফিরতেও পারেন।

মূলত গত সাত বছর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছেড়েছিলেন কনক আদিত্য। গত বছরের আগস্ট মাসের পর আবারও দলে ফিরেছেন তিনি। কনক দল ছাড়ার সময়ে রাহুল বলেছিলেন, ‘আমরা যারা একসঙ্গে পথ পাড়ি দিয়ে যাচ্ছি, বুনে চলেছি কথা-সুরের দৃশ্যমালা, তারা সবাই জলের গানের চিরকালীন সঙ্গী। জানি, নানান কারণে কোনো না কোনো সময় কেউ না কেউ দল ছেড়ে যাবে। তারপরও তাদের কারও জন্যই জলের গানের দুয়ার রুদ্ধ হবে না কখনও। যারা যাবে তারা ফিরে আসতে পারে, কেউ কেউ আসবেও– এই বিশ্বাস থেকেই দুয়ার খুলে রেখেছে জলের গান। যে যখনই ফিরে আসতে চাইবে, তখনই তাকে স্বাগত জানানো হবে।’ কনক আদিত্য দলে ফেরার পর রাহুলের সঙ্গে একমঞ্চে গানও করেছেন। তারপর হঠাৎ আর পাওয়া যায়নি রাহুলকে। দীর্ঘ দিন পর দলে ফিরে বেশ ভালো বোধ করছেন কনক। কিন্তু কীভাবে কেটেছে তার সাতটি বছর? জানতে চাইলে কনক বলেন, ‘গান আর ছবি নিয়ে ব্যস্ত ছিলাম। হয় কথা-সুরে ছবি এঁকেছি, নয়তো ছবির মধ্যদিয়ে সুর রচনা করেছি। যখন দল বেঁধে গাইতে ইচ্ছে হলো, ফিরে এলাম জলের গানে। বন্ধুত্বের আহ্বান এড়ানো যায়নি।’

কনকের এই বক্তব্য থেকে আঁচ করা গেছে, দলের হাল তার কাঁধে ছেড়ে দিয়ে বিশ্রামে গেছেন রাহুল। তাই ডেকে নিতে হয়েছে সাত বছর আগে দল ছেড়ে যাওয়া পুরোনো বন্ধুকে। রাহুল না থাকলেও নানান আয়োজনে কনক ও ঐশ্বর্যকে গাইতে শোনা যাবে ‘এখন কথা হলো’, ‘এমন যদি হতো’, ‘ও ঝরা পাতা’, ‘বকুল ফুল’, ‘পাখির গান’, ‘ফুলচাষির গান’, ‘পাতার গান’ ‘দূরে থাকা মেঘ’, ‘গীতল চিঠি’, ‘ফুলকুমারীর বিয়ে’, ‘পরের জায়গা পরের জমি’, ‘রসিক যে জন’ গানগুলো।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত