Homeপ্রবাসের খবরচীনে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চীনে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


চীনের গুয়াংডং প্রভিন্সের শেনজেন শহরের স্থানীয় এক হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিএনপির বৃহত্তর চীন শাখার আয়োজনে বিভিন্ন শহরে বসবাসরত অর্ধশতাধিক নেতাকর্মীরা এতে উপস্থিতিত ছিলেন।

বৃহত্তর চীন শাখা বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন কাননের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ওয়ালীউল্লাহ্‌র সঞ্চালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও চায়না বিএনপি নেতা আসিফ হক রুপু, শেখ মাহবুবুর রশীদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম আল-আমিন, বিএনপি নেতা হাসমত আলী মৃধা, সালাউদ্দিন রিক্তা, জসিম উদ্দিন, রাকিবুল ইসলাম, খোরশেদ আলম অপু, মনোয়ার বায়েজীদ প্রমুখ।

ইফতার মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়।

দোয়া পূর্ব আলোচনা সভায় সাবেক ছাত্রনেতা এসএম আল-আমিন বলেন, বিএনপি নিয়ে অতীতেও ষড়যন্ত্র চলেছে, স্বৈরাচার হাসিনা চলে যাওয়ার পরেও এখনো ষড়যন্ত্র চলছে। আমাদের নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে স্বৈরাচার হাসিনার দোসরদের যেন কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে এবং দেশের স্বার্থ রক্ষায় নেতাকর্মীদের কাজ করার অনুরোধ জানিয়ে সাবেক ছাত্রনেতা আসিফ হক রুপু বলেন দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেশের মানুষের সঙ্গে চীন শাখার নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়াতে হবে।

জিয়া পরিবারের সবার জন্য দোয়া কামনা করে অনুষ্ঠানের সভাপতি সাখাওয়াত হোসেন কানন বলেন, আমরা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের কর্মী। তার আদর্শে সততা, নিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী সকল শক্তিকে মানুষের সেবায় নিয়োজিত করে আমাদের এর প্রমাণ দিতে হবে। আমাদের কাজ করতে হবে দেশের উন্নয়নের অংশীদার হয়ে। চীনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি করে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করতে হবে, যেন দেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত