চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলা এলাকায় হিজলা খালে পড়ে যাওয়া ছয় মাস বয়সী শিশু সেহরিসকে এখনও খুঁজে পাওয়া যায়নি। গতকাল রাত থেকে ঘটনাস্থল ও এর আশেপাশে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১৯ এপ্রিল) সকাল থেকে আবারও শুরু হবে উদ্ধার অভিযান।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত ৮টার দিকে এক নারী তার সন্তানকে নিয়ে ব্যাটারিচালিত রিকশায় বাসায় ফিরছিলেন। একপর্যায়ে রিকশা উল্টে দুজনই পাশের নালায় পড়ে যান। স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করলেও, শিশুটির খোঁজ মেলেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
ঘটনাস্থলে যান সিটি মেয়র শাহাদাত হোসেনও। তিনি বলেন, ‘সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে পরিচ্ছন্নকর্মী ও উদ্ধারকারী দলকে ডেকে আনা হয়েছে। রিকশাটিও খাল থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।’
তবে, নালাটি আবর্জনায় ভর্তি থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস সদস্যদের।
এস এইচ/