Homeপ্রবাসের খবরঘরে ঢুকে ৪ বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে ‘ধর্ষণচেষ্টা’

ঘরে ঢুকে ৪ বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে ‘ধর্ষণচেষ্টা’


মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরে ঢুকে ৪ বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে যশোরে শহরতলীর বিরামপুর গাবতলায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ভাই জানান, তাদের প্রতিবেশী হাসান আলী (১৮) রাত সাড়ে ১১টার দিকে মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরের দরজা খুলতে বলেন। দরজা খোলার পরপর ঘরে থাকা ৪ বছরের শিশুর গলায় চাকু ধরে ওই শিশুর মাকে ধর্ষণচেষ্টা চালান৷ তখন চিৎকার করলে ওই শিশু ও তার মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান হাসানসহ তার সহযোগীরা৷

তার বাবা জানিয়েছেন, বাসায় কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হাসান এ কাণ্ড ঘটিয়েছেন৷ মেয়ে ও নাতনিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন৷

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন বলেন, ধর্ষণচেষ্টার সময় তিনজন ছিল বলে হাসপাতালে ভর্তি ওই ভুক্তভোগী নারী জানিয়েছেন। এখনো কোনো অভিযোগ করেনি তারা। পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। ঘটনা সত্য হলে পুলিশ অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে। ইতোমধ্যে এ ঘটনার বিষয়টি আমলে নিয়ে পুলিশের একাধিক টিম অপরাধীদের আটকে অভিযান অব্যাহত রেখেছে।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত