নেপালে ইউরোলজিক সার্জনদের ১০ম বার্ষিক কনফারেন্স ইউরোকন ২০২৫ ও দক্ষিণ এশিয়ার ইউরোলজিক্যাল সার্জনস (এসএইউএসকন ৪র্থ) আয়োজিত বার্ষিক কনফারেন্সে আধুনিক কিডনির পাথরের চিকিৎসাবিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন ডা. মো. রফিকূল ইসলাম।
নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলনে ইংল্যান্ড, ফ্রান্স, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, চীন, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রখ্যাত ইউরোলজিস্টরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম আল্ট্রাসাউন্ডের সাহায্যে বিশেষ শকের মাধ্যমে (ইএসডাব্লিউএল) অপারেশন ছাড়া কিডনির রেডিওলুসেন্ট পাথর বের করার এ আধুনিক চিকিৎসায় বাংলাদেশের সাফল্য বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকদের সামনে তুলে ধরেন তিনি।
উল্লেখ্য ডা. মো. রফিকূল ইসলামের নেতৃত্বে তার টিম সাফল্যের সঙ্গে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আধুনিক এ চিকিৎসার সফল প্রয়োগ করতে সক্ষম হয়েছে। যেখানে কোনো ধরনের রেডিয়েশন ঝুঁকি নেই।