Homeপ্রবাসের খবরকল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সার্বিক স্থিতিশীলতা ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকরী উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ।

শনিবার (২২ মার্চ) রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে আয়েজিত ইফতার মাহফিলে বক্তারা বলেন, কল্যাণকর রাষ্ট্রগঠণে জাতীয় ঐক্যের বিকল্প নেই। সকল রাজনৈতিক দলগুকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারা।

সংগঠনটির মালয়েশিয়া শাখার আহ্বায়ক তৌফিকুর রহমান মাহফুজের সভাপতিত্বে ওমর ফারুক সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য মাহসা ইউনিভার্সিটির সাবেক ভিপি বশির ইবনে জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুফতি আমিরুল ইসলাম বলেন, ছাত্ররাই আগামীর বাংলাদেশ। সুতরাং প্রবাসে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে নিজ দেশের জন্য কল্যাণে কাজের প্রস্তুতি নিতে হবে।

প্রধান বক্তা ছাত্রনেতা বশির ইবনে জাফর বলেন, চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দলঐকবদ্ধ। সুতরাং সকলকে সাথে নিয়ে সরকার থেকে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে সুন্দর কিছু কার্যকরী পদক্ষেপ প্রয়োজন যা জাতির জন্য মঙ্গল বয়ে আনবে।

অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের মানবাধিকার বিষয়ক সম্পাদক মোকাম্মেল হোসেন, জাতীয় নাগরিক কমিটি মালয়েশিয়া শাখার আহ্বায়ক মুহাম্মদ এনামুল হক, ইসলামী ছাত্র আন্দোলন মালয়েশিয়া শাখার সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল করিম, ছাত্রকল্যাণ সম্পাদক মাহির ফয়সাল, প্রচার ও দাওয়া সম্পাদক মুজাহিদুর রহমান মাসুম এবং বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া শাখার তরুণ নেতৃবৃন্দ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত