অভিষেক ম্যাচ খেলতে নেমে আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে গতকাল দুই হাতে বল করে রেকর্ড গড়েছেন কামিন্দু মেন্ডিস। শ্রীলঙ্কান অলরাউন্ডারের রেকর্ডের দিনে তাকে আউট করেই একটা মাইলফলক ছুঁয়েছেন আরেক স্পিনার সুনীল নারাইন।
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার। শুধু কলকাতার নয়, আইপিএলের যেকোনো দলের হয়েও।
তবে ক্লাব ক্রিকেটের হিসেবে দ্বিতীয় বোলার। তার আগে এই কীর্তি গড়েছেন সামিত প্যাটেল। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৮০ রানের জয়ের ম্যাচে ৩০ রান দিয়ে ১ উইকেটই পেয়ছেন নারাইন।
২০১২ সালে কলকাতার হয়ে আইপিএল শুরু করা নারাইন সব উইকেট অবশ্য ভারতীয় ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টে পাননি।
১৮২ উইকেটের বিপরীতে ১৮ উইকেট পেয়েছেন চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে। একক দলের হয়ে দুই শ উইকেটে শীর্ষ বোলার হলেও আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চারে আছেন ৩৬ বছর বয়সী বোলার। ২০৬ উইকেট নিয়ে শীর্ষে আছেন ভারতের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল।
স্বীকৃতি টি-টোয়েন্টিতে সামিত উইকেটের ‘ডাবল সেঞ্চুরির’ রেকর্ডটি গড়েন নটিংহামশায়ারের হয়ে।
ইংল্যান্ডের অলরাউন্ডারের উইকেট সংখ্যা ২০৮টি। ২০২৩ সালে কাউন্টি দলটির সঙ্গে ছাড়াছড়ি হওয়ায় তার কীর্তিকে পেছনে ফেলার সুযোগ পাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের অফস্পিনার।
সামিত-নারাইনের কীর্তিতে ভাগ বসানোর খুব কাছে আছেন ক্রিস উড। হ্যাম্পশায়ারের হয়ে ১৯৯ উইকেট নিয়ে তিনে আছেন ইংল্যান্ডের বাঁহাতি পেসার। চারে থাকা শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার সেই সুযোগ অবশ্য নেই।
মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ১৯৫ উইকেট নিয়ে অবসরে যান তিনি। তবে গ্লুস্টারশায়ারের হয়ে ১৯৩ উইকেট নিয়ে পাঁচে থাকা আরেক ইংলিশ পেসার ডেভিড পেইনের সুযোগ আছে। সুযোগ আছে ১৬৮ উইকেট নেওয়া মুম্বাইয়ের ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহও।
এম এইচ/