Homeপ্রবাসের খবরউন্নত চিকিৎসার জন্যে তামিমকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা

উন্নত চিকিৎসার জন্যে তামিমকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা


শঙ্কামুক্ত তামিম ইকবাল সবার সাথে কথা বলছেন, ধীরে ধীরে হাঁটাচলাও করেছেন। তাকে সাভারের কেপিজে হাসপাতাল থেকে তাকে আনা হয়েছে ঢাকায়। চিকিৎসকরা জানিয়েছেন, তামিম এখনও আছেন পর্যবেক্ষণে। এর মাঝেই জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে দেশসেরা এই ওপেনারকে।

এদিকে গতকাল রাতে তামিমকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর সেখানে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার জন্য তামিমকে বিদেশেও নেয়া হতে পারে। ক্রীড়া উপদেষ্টা বলেন, এখনো ডাক্তারদের সঙ্গে পরিবার কথা বলছে। যদি তারা কোনো পরামর্শ দেন, তাহলে পরিবার দেখবে।

বিপিএলে ফরচুন বরিশালের হয়ে সবশেষ দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছেন তামিম। দলটির কর্ণধার মিজানুর রহমান জানিয়েছেন, তামিমকে থাইল্যান্ড নেওয়ার চেষ্টা চলছে। গণমাধ্যমকে মিজানুর বলেছেন, থাইল্যান্ডের জন্য চেষ্টা করা হচ্ছে ভিসার। আমি যাব সঙ্গে। এটার জন্য চিকিৎসক শিডিউল দিতে হবে। যখন চিকিৎসক অনুমতি দেবে তখন। এখন বলা যাচ্ছে না। মিজানুর আরও জানিয়েছেন, তামিমের হার্ট অ্যাটাকের বড় একটি কারণ পানি স্বল্পতা। চিকিৎসকেরাই নাকি এ তথ্য দিয়েছেন বলে জানান তিনি, ‘চিকিৎসকদের কথা অনুযায়ী প্রচণ্ড ডিহাইড্রেশন (পানি স্বল্পতা) ছিল। পানি খায়নি, রাতে হয়তো ঘুমও হয়নি ঠিকমতো।

এটা একটা কারণ। এ গরমের মধ্যে রোজায় ডিপিএল খেলাটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে কঠিন।এর আগে গত সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে ম্যাসিভ হার্ট অ্যাটাকের মুখে পড়েছিলেন তামিম। পরে দ্রতই তাকে কেপিজে হাসপাতালে নিয়ে গিয়ে হার্টে রিং পরানো হয়। স্বাভাবিকভাবেই ছিটকে যাচ্ছেন মাঠের বাইরে, খেলায় ফিরতে অপেক্ষা করতে হবে কমপক্ষে তিন মাস। পরে চিকিৎসকরা যদি মনে করেন, তামিম ফিট তবেই খেলতে পারবেন।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত