পর্যটনের ভূস্বর্গ হিসেবে পরিচিত মুসলিম অধ্যুষিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। ফিলিস্তিনিদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছে দেশটির ৫৪টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী মালের রাজপানু এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হয়ে এই প্রতিবাদ সমাবেশ করেন। স্থানীয়দের পাশাপাশি দেশটিতে অবস্থিত বিভিন্ন দেশের অভিবাসী মুসলিমরাও অংশগ্রহণ করেন। এতে ফিলিস্তিনি শিশুদের লাশের প্রতিকৃতি নিয়ে অনেককে আহাজারি করতে দেখা যায়।
সমাবেশ থেকে বক্তারা বিশ্ব মুসলিম নেতাদের ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে দেশটিতে ইসরায়েলি পণ্যের আমদানি বন্ধের ঘোষণা করার অনুরোধ করেন।
এ ছাড়াও প্রতিটি সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে ফান্ড কালেকশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুদানকৃত অর্থ মালদ্বীপে মিনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্স এর মাধ্যমে ফিলিস্তিনের অসহায় মানুষদের জন্য প্রেরণ করা হবে।
আয়োজকরা ফিলিস্তিনিদের কণ্ঠস্বরকে আরও জোরদার লক্ষ্যে তাদের এই প্রচারণার মাধ্যমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।