Homeপ্রবাসের খবরইতালির পাদোভা শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ইতালির পাদোভা শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা


ইতালির পাদোভা শহরে ২১ সদস্যবিশিষ্ট স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মো. কামরুল হাসান সজল ও সদস্যসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মো. গোলাম সারোয়ার মুন্না।

গত শনিবার (১৫ মার্চ) ইতালি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমত উল্লাহ সিকদার ও সদস্যসচিব নূর হোসেন জমির স্বাক্ষরিত প্যাডে এ কমিটির ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সরদার, যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান, ওবায়দুল মোল্লা, কবির হোসেন, রাশেদ রানা, মাছুম সরকার, ফজলুল হক টিটু, মাহফুজুর রহমান সুমন এবং মুহাম্মদ আব্দুল কুদ্দুস নির্বাচিত হয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন সাইফুল ইসলাম সাগর, মো. জাবেদ হোসেন ভূঁইয়া, তারিক হাসান, সালা উদ্দিন, সালেহ আহমেদ, আমাম হোসেন, মো. সোহাগ, বিপ্লব খান, মুকবুল খাঁ এবং মো. নাছির উদ্দিন।

উল্লেখ্য, উত্তর ইতালিতে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করতে ও প্রবাসে দলের কার্যক্রম আরও সুসংগঠিত করতে একাধিক শহরে আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং দেশের কল্যাণে কাজ করাই এ কমিটির মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত