Homeপ্রবাসের খবরইতালিতে কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের কর্মিসভা

ইতালিতে কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের কর্মিসভা


ইতালিতে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের প্রথমবারের মতো কর্মিসভা অনুষ্ঠিত। গত রোববার (৫ জানুয়ারি) ইতালির ব্রেসিয়ায় সংগঠনটির উদ্যোগে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

ব্রেসিয়ায় অনুষ্ঠিত কর্মিসভায় ব্রেসিয়া বিএনপির প্রবীণ নেতা আবু মাহমুদ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও মিলান বিএনপির নেতা জাকির হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রদল ও যুবদল নেতা এবং কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের আহ্বায়ক প্রকৌশলী সেলিম খান।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জার্মানের সিনিয়র বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এবং কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের সদস্য সচিব আবু হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিলান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আল মামুন।

ইতালির ব্রেসিয়ায় অনুষ্ঠিত এ কর্মিসভায় সংগঠনটির নেতাকর্মীসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।

ইউরোপের ২৭টি দেশে বসবাসরত কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার জাতীয়তাবাদী মতাদর্শে গঠিত এ সংগঠন প্রবাসীদের বিপদে এবং দেশের যে কোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত