Homeপ্রবাসের খবরইতালিতে ‘একুশ আমার চেতনা’ শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা

ইতালিতে ‘একুশ আমার চেতনা’ শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘একুশ আমার চেতনা’ ইতালির রোমে প্রবাসী বাংলাদেশী শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৯ ফেব্রয়ারি) দুপুর তিনটায় রোমের একটি রেস্টুরেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইতালিতে বেড়ে ওঠা প্রবাসী বাংলাদেশি বাচ্চারা অধিকাংশই ইতালিয়ান এবং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে যার দরুন বাচ্চারা সঠিকভাবে বাংলা শিক্ষা পায় না এবং বাংলা সংস্কৃতি ঠিক মতো বোঝে না। এসব স্কুলে বাংলা ভাষা শিক্ষা নেই, পাশাপাশি বাংলা ভাষায় কথা বলতেও তাদের সমস্যা হয়।

প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস, ভাষা, কৃষ্টি-সংস্কৃতিসহ নানা বিষয় জানাতে প্রবাসী বাংলাদেশিরা বিগত কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় ৪ থেকে ১৬ বছর বয়সের প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী বয়সভিক্তিক বর্ণমালা, চিত্রাংকন আয়োজনে অংশগ্রহণ করে।

এ সময় শিশু-কিশোররা তাদের চিত্রাংকন পরিবেশনার মাধ্যমে ভাষা আন্দোলন তথা বাংলাদেশের প্রতিচ্ছবি উপস্থাপন করে।

এতে সব বাচ্চার অভিভাবক উপস্থিত ছিলেন এবং শিশুদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কথা বলে। তারা বাংলার সমৃদ্ধ ইতিহাস লালন করতে অভিভাবকদের ভূমিকার কথা উল্লেখ করেন।

অভিভাবকরা আরও বলেন আমরা যে যেখানেই থাকি না কেনো আমাদের শিকড়ের সন্ধান করা উচিত। যেহেতু আমরা বাঙালি সেহেতু ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের শিকড় বাংলাকে জানাতে হবে।

অভিভাবকরা কয়েক বছরের ধারাবাহিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, যারা এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিশুদের বাংলা ভাষা তথা বাংলাদেশ সম্পর্কে কাজ করে যাচ্ছে তারা মূলত প্রবাসে দেশের কাজ করে যাচ্ছে, পথচলার মাঝে ভিন্ন সংস্কৃতির মধ্যেও আগামীর উজ্জ্বল বাংলাদেশকে বহিঃবিশ্বে দেখতে পাচ্ছি।

অভিভাবকরা মনে করেন, বাংলাদেশের সঠিক গৌরবোজ্জ্বল ইতিহাস জানা শিশুদের অধিকার আর আমাদের দায়িত্ব। তাই অভিভাবকদের পাশে নিয়ে প্রবাসে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরতে আগামীর পথে স্বপ্ন পূরনের প্রত্যাশা তাদের।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পাশাপাশি সব শিশুকে পুরস্কৃত করেন উপস্থিত অভিভাবক এবং অতিথিরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত