Homeপ্রবাসের খবরইংল্যান্ডের হারে ষষ্ঠ বাংলাদেশ, বাড়তি পাচ্ছে আরও ৩ কোটি

ইংল্যান্ডের হারে ষষ্ঠ বাংলাদেশ, বাড়তি পাচ্ছে আরও ৩ কোটি


আগেই জানা হয়ে গিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে পাকিস্তানের ওপরে থেকে সপ্তম স্থান নিশ্চিত বাংলাদেশের। এরই মধ্যে দেশেও ফিরে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু হিসেব-নিকেশ তখনও শেষ হয়নি।

যেহেতু আইসিসির টুর্নামেন্ট, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, প্রতিটি অবস্থানই আলাদা গুরুত্বের। বাংলাদেশের সমর্থকদের তাই চোখ ছিল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে।

এই ম্যাচে ইংল্যান্ডের হার কামনা করেছেন বাংলাদেশি সমর্থকরা। কেননা ইংলিশরা হেরে গেলেই কেবল সাত নম্বর থেকে ষষ্ঠ স্থানে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের। টাইগারদের সমর্থকদের সে চাওয়া পূরণ হয়েছে। দক্ষিণ আফ্রিকার কাছে ইংলিশরা হেরে যাওয়ায় জয়শূন্য থেকে শেষ করেছে টুর্নামেন্ট।

বৃষ্টিতে এক পয়েন্ট পাওয়া বাংলাদেশের ষষ্ঠ স্থান নিশ্চিত হয়েছে তাতেই। শুধু অবস্থান নয়, টাকার অংকেও ইংল্যান্ডের হারে বেশ লাভ হয়েছে বাংলাদেশের।

আইসিসি ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা) করে। এ ছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা) করে। মানে বাংলাদেশ দলের কোষাগারে প্রায় ৩ কোটি টাকা আগেই চলে এসেছিল।

ইংল্যান্ড আজ দক্ষিণ আফ্রিকার কাছে হারায় বাংলাদেশ উঠে এসেছে ষষ্ঠ স্থানে। প্রাইজমানি হিসেবে বাংলাদেশ পাচ্ছে ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা। অর্থাৎ আগের চেয়ে প্রায় তিন কোটি টাকা বেশি পেয়েছে বাংলাদেশ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত