Homeপ্রবাসের খবরআসিয়ান সদস্য পদ পেতে ইন্দোনেশিয়ার সমর্থন চান ড. ইউনূস

আসিয়ান সদস্য পদ পেতে ইন্দোনেশিয়ার সমর্থন চান ড. ইউনূস


আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ লাভের জন্য ইন্দোনেশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য আরও সুযোগ সৃষ্টির আহ্বান জানান তিনি।

রবিবার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে যান বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতান্তো সুবোলো। এ সময় এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূতকে বলেন, ‘আমি আশা করি আমাদের আসিয়ানের সদস্যপদ পেতে ইন্দোনেশিয়া সহায়তা করবে। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

প্রধান উপদেষ্টা বলেন, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময়ও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। কারণ দেশটি জানুয়ারিতে আসিয়ানের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে।

রাষ্ট্রদূত সুবোলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার দেশের সমর্থনের কথা ব্যক্ত করে বলেন, আসিয়ানের সদস্য হতে বাংলাদেশের আবেদন ইন্দোনেশিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

তিনি বলেন, ‘ইন্দোনেশিয়া সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। আশা করছি এতে দুই দেশই লাভবান হবে।’

প্রধান উপদেষ্টা ক্ষুদ্রঋণের উন্নয়নে একাধিকবার ইন্দোনেশিয়া সফরের কথা স্মরণ করে। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের খুব কম উপস্থিতি দেখেছেন।

তিনি বলেন, ‘দুঃখজনক বিষয় হলো-ইন্দোনেশিয়ায় খুব বেশি বাংলাদেশি নেই। তারা সব জায়গায় আছে, কিন্তু ইন্দোনেশিয়ায় নেই।’

তিনি বলেন, ‘ইন্দোনেশিয়া সবচেয়ে বড় মুসলিম দেশ। কিন্তু দেশের মানুষ বাংলাদেশ সম্পর্কে ততটা সচেতন নয়। কোনোভাবেই আমাদের যোগাযোগ খুব বেশি নয়।’

তিনি বলেন, ‘আমাদের আরও কাছাকাছি আনার উপায় খুঁজে বের করতে হবে।’

তিনি ইন্দোনেশিয়াকে তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি, আরও বাংলাদেশি ডাক্তার নিয়োগ এবং বাংলাদেশ থেকে ওষুধ সামগ্রী আমদানি করার আহ্বান জানান।

রাষ্ট্রদূত সুবোলো বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার আশ্বাস দেন।

তিনি ২০২৪ সালের জুলাই মাসে মাতারবাড়িসহ অন্যান্য এলাকায় সোলার পিভি বিনিয়োগ প্রকল্প নিয়ে পারটামিনা পাওয়ার ইন্দোনেশিয়া এবং কোল জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরে সন্তোষ প্রকাশ করেন।

ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রাবোও সুবিয়ান্তোকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এ ইউ/  



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত