Homeপ্রবাসের খবরআর্থনা সম্মেলনে শীর্ষ নেতাদের নিয়ে তাস চেয়ারম্যানের লাঞ্চ মিটিং

আর্থনা সম্মেলনে শীর্ষ নেতাদের নিয়ে তাস চেয়ারম্যানের লাঞ্চ মিটিং


কাতারের দোহায় ‘আর্থনা’ শীর্ষ সম্মেলনের সাইড লাইনে বিশ্বের শীর্ষ নেতাদের নিয়ে লাঞ্চ মিটিং করেছেন তাস চেয়ারম্যান ও ইয়েমেনের অনারারি কনসাল কে এম মজিবুল হক।

বুধবার (২৩ এপ্রিল) এ মিটিং অনুষ্ঠিত হয়।

উচ্চ পর্যায়ের এ মধ্যাহ্নভোজ বৈঠকে অংশ নেন ভাইস চেয়ারম্যান স্পেসএক্সের মিসেস লরেন ড্রেগার ভিপি, পিএমআইর ভাইস প্রেসিডেন্ট মিসেস নেভেনা ভিপি, এলন মাস্কের গ্লোবাল এনগেজমেন্টের সিনিয়র উপদেষ্টা রিচার্ড গ্রিফিথস, দ্য রয়েল হাইনেস কিং চার্লস ফাউন্ডেশনের সিইও ক্রিস্টিনা মুরিন, দ্য কমনওয়েলথ সহকারী মহাসচিব অধ্যাপক লুইস জি ফ্রান্সেশি।

বৈঠকে আধুনিক টেকসই উন্নয়নে উদ্ভাবনীপন্থা অনুসন্ধান, কূটনীতি এবং বিশ্বব্যাপী উন্নয়নের মাধ্যমে সংলাপকে উৎসাহিত করা মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

দুদিনব্যাপী আর্থনা শীর্ষ সম্মেলনে এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত