ঢাকা বোর্ডের অধীনে সংযুক্ত আরব আমিরাতের দুটি স্কুলে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) আমিরাত সময় সকাল ৮টায় ছাত্রছাত্রীদের মাঝে প্রশ্নপত্র বিতরণ করা হয়।
রাজধানী আবুধাবির শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামি স্কুলের মোট ৫৩ জন এবং উত্তর আমিরাতের রাস আল খাইমা ইংলিশ প্রাইভেট স্কুলের ২৯ বাংলাদেশি শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের পরীক্ষার পরিদর্শক হিসেবে ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান শাহানাজ আক্তার রানু এবং রাস আল খাইমা ইংলিশ প্রাইভেট স্কুলের পরীক্ষা পরিদর্শক ছিলেন দুবাই কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার।
পরীক্ষা পরিদর্শক শাহানাজ আক্তার রানু দুটি স্কুলে ছাত্রছাত্রীদের সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছেন।