Homeপ্রবাসের খবরআমির খানের জন্মদিনে ভক্তদের জন্য চমক

আমির খানের জন্মদিনে ভক্তদের জন্য চমক


বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট বলে খ্যাত আমির খান ৬০ বছরে পা দিচ্ছেন। ১৪ মার্চ এ সুপার স্টারের জন্মদিন। জীবনের ছয়টি দশক পার করলেও তার চেহারায় এর ছাপ নেই। তাকে এখনো ‘চকলেট হিরো’র মতো দেখতে। আজও তিনি হাসলে অনেক নারীরা প্রেমে পড়ে যান। এ কারণেই নাকি আমিরের প্রেমে পড়েছেন বেঙ্গালুরুর এক নারী।

এখনো কাজের সময় এ আমির খান ভীষণ খুঁতখুঁতে। ক্যামেরার খুঁটিনাটি থেকে বাকি সহ-অভিনেতাদের অভিনয়— কোনো কিছুই তার দৃষ্টি এড়ায় না। এমন নায়কের জন্মদিনে বিশেষ চমক থাকবে- এটি তো খুবই স্বাভাবিক।

জানা গেছে, ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমির অভিনীত বিভিন্ন ধরনের সিনেমা প্রদর্শন করা হবে। অনুরাগীদের জন্য এ বিশেষ আয়োজনের নাম ‘আমির খান: সিনেমা কা জাদুগর’। রোববার (৯ মার্চ) এ কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা করেছেন চিত্রনাট্যকার জাভেদ আখতার। তিনি জানিয়েছেন, ভারতের বিভিন্ন মাল্টিপ্লেক্সে আমিরের বাছাই করা সিনেমা দেখতে পাবেন তার অনুরাগীরা। এমন একটি ঘোষণার জন্য কেন জাভেদকে বেছে নেওয়া হয়েছে-এমন প্রশ্ন কেউ কেউ করছেন।

jagonews24আমির খান।

এ প্রসঙ্গে একটি সূত্র বলছে, জাভেদের লেখা চিত্রনাট্যেই প্রথম অভিনয় আমিরের। একইভাবে ফারহান আখতারের প্রথম সিনেমাও আমিরের সঙ্গে।

আমির খান সম্পর্কে বলতে গিয়ে জাভেদ বলেন, তিনি কিছুতেই ‘দঙ্গল’ সিনেমার কথা ভুলতে পারেন না। যেখানে বয়সের আগেই আমির এ সিনেমায় বৃদ্ধ পিতা। তিন কন্যার অভিভাবক। আমিরের সব সিনেমার মধ্যে বর্ষীয়ান চিত্রনাট্যকার তাই এটিকে এগিয়ে রাখবেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত