Homeপ্রবাসের খবরআগামী নির্বাচনে নৌকা মার্কা থাকবে না, কারণ জানালেন নাহিদ

আগামী নির্বাচনে নৌকা মার্কা থাকবে না, কারণ জানালেন নাহিদ


আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা উচিত বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার দুপুরে জুরাইন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আপাৎকালীন আমরা বলছি যে, আওয়ামী লীগের মার্কা আগামী নির্বাচনে থাকবে না। এটাই শহিদ, আহত পরিবারসহ গণদাবি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা।

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই উল্লেখ করে তিনি আরো বলেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এ মুহূর্তে বাংলাদেশের মানুষের গণদাবি।

এনসিপির আহ্বায়ক নাহিদ আরো বলেন, আওয়ামী লীগের বিষয়ে অবস্থান খুবই স্পষ্ট। আগেও বলেছি, এখনো বারবার করে বলছি, আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না। ৫ আগস্ট আওয়ামী লীগ ও মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার এসব বিষয়ে যে প্রতিশ্রুতি বা ঘোষণা দিয়েছে, তা দ্রুতগতিতে বাস্তবায়ন করবে।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত