Homeপ্রবাসের খবরআইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পিসিবি

আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পিসিবি


ভারত-পাকিস্তানের রেষারেষিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন বিতর্ক থামছেই না। সেই বিতর্কে এবার জড়িয়েছে বাংলাদেশের নামও। গতকাল বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এটি ছিল টুর্নামেন্টে দুদলেরই প্রথম ম্যাচ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হওয়া এই ম্যাচ নিয়েই নতুন বিতর্ক।

এ ম্যাচ সরাসরি সম্প্রচারের সময় চ্যাম্পিয়ন্স ট্রফির ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবহৃত লোগোতে পাকিস্তানের নাম ছিল না। সম্প্রচারের ওপরের বাম কোণে থাকা লোগোতে শুধু লেখা ছিল ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫’। অথচ নিয়ম অনুসারে এখানে পাকিস্তানের নামও থাকার কথা।

কেন এমনটি করা হলো, পাকিস্তান ক্রিকেট বোর্ড ( পিসিবি) আইসিসির কাছে তার সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছে। এই ঘটনায় অসন্তুষ্ট পিসিবি আশ্বাস পেয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।

করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচে ইভেন্টের নামের পাশাপাশি পাকিস্তানের নামও সম্প্রচারে দৃশ্যমান ছিল। একই বিষয়টি আজ শুক্রবার আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচেও দেখা গেছে।

আইসিসি অনানুষ্ঠানিকভাবে পিসিবিকে জানিয়েছে, এটি প্রাথমিক কারিগরি ত্রুটির কারণে ঘটেছে। তবে এই ব্যাখ্যায় পিসিবি সন্তুষ্ট নয়।

কারণ, সম্প্রচার গ্রাফিক্স অনেক আগেই প্রস্তুত করা হয় এবং আইসিসির সরাসরি সম্প্রচারের জন্য সরবরাহ করা হয়। যেহেতু টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের নাম স্পষ্টভাবে দৃশ্যমান ছিল, তাই ভারত ও বাংলাদেশের ম্যাচে এটি কেন অনুপস্থিত ছিল, সে প্রশ্ন তুলে অসন্তোষ প্রকাশ করেছে পিসিবি।

আইসিসি আশ্বস্ত করেছে, ভবিষ্যতে এমন কিছু আর হবে না, খেলা পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাত; যেখানেই হোক না কেন। দুবাইয়ে পরবর্তী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

এর আগে আয়োজক দেশ পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি হয়নি ভারত। এরপর দুপক্ষের মধ্যে ব্যাপক যুক্তিতর্ক ও দর কষাকষি হয়। পিসিবি জোর দিয়েছিল, টুর্নামেন্টের আয়োজক হিসেবে তারা সব ম্যাচ পাকিস্তানে করবে। তবে ভারত সরকার ক্রিকেট দলকে পাকিস্তান যেতে অনুমতি দেয়নি। অবশেষে নিরপেক্ষ ভেন্যু হিসেবে আরব আমিরাতকে বেছে নেয় ভারতীয়রা।

হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে চুক্তি হয়। বলা হয়, ভারত তাদের ম্যাচগুলো আরব আমিরাতে খেলবে। প্রতিদানস্বরূপ আগামী তিন বছর পাকিস্তানও ভারতে কোনো আইসিসি ইভেন্টে অংশ নেবে না এবং তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত