Homeপ্রবাসের খবরঅপারেশন ডেভিল হান্টে দুপুর পর্যন্ত গ্রেপ্তার ১,৩০৮

অপারেশন ডেভিল হান্টে দুপুর পর্যন্ত গ্রেপ্তার ১,৩০৮


ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ১,৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত গ্রেপ্তারকৃতদের সংখ্যা। শনিবার রাত থেকে এই অভিযান শুরু হয়েছে।

রবিবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ১,৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দেশের সব মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছে ২৭৪ জনকে। অন্যদিকে সারাদেশের রেঞ্জ পুলিশ গ্রেপ্তার করেছে ১,০৩৪ জনকে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। হামলায় বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়।

এ ইউ/  



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত