ছাত্র রাজনীতি বন্ধসহ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে তারা এই স্মারকলিপি জমা দেন।
এদিন বিকেল ৩টার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা হয়। পরে তারা কাকরাইল মসজিদের গেটের কাছে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটকে দেয়। একপর্যায়ে সেখানেই প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদ শিক্ষার্থীদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন।
এরপর শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেন কুয়েট শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, শিক্ষার্থীদের দাবি সম্পর্কে সরকার পজিটিভ। দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কিছুদিন সময় চাওয়া হয়েছে। এর প্রেক্ষিতে সরকারকে সময় দেওয়া হচ্ছে। তবে দাবি না মানা হলে কুয়েটের ৫ হাজার শিক্ষার্থী কঠোর আন্দোলনে নামবে।
এর আগে রোববার সকালে ক্যাম্পাস থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় আসেন কুয়েটের ৮০ জন শিক্ষার্থী। তারা দুপুর ২টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন। সেখানে অবস্থানকালে ঢাকায় অবস্থানরত কুয়েটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন। এ সময় শহীদ মিনারে ব্যাপক পুলিশ প্রটোকল ও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান লক্ষ্য করা যায়।
এস এইচ/