Homeপ্রবাসের খবরসবাই জানুক সত্যটা কী, তাপস প্রসঙ্গে ঐশী – প্রবাস খবর

সবাই জানুক সত্যটা কী, তাপস প্রসঙ্গে ঐশী – প্রবাস খবর


হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গানবাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল সোমবার। এরপর তাকে কারাগারে প্রেরণ করা হয়। এদিকে তাপসকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশী। গানবাংলা চ্যানেলের জন্য বেশ কিছু গান করেছেন ঐশী। তার ক্যারিয়ারে তাপসের অবদানের কথা বিভিন্ন সময় স্বীকার করেছেন এই তরুণ শিল্পী। তাপসের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। সেখানে তাপসকে তিনি সংগীতাঙ্গনের একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে উল্লেখ করেন।

স্ট্যাটাসে ঐশী লিখেছেন, ‘ছোট জীবনে কত কিছু দেখলাম। অন্যায় করে দিনের পর দিন রাজার হালে পার করতে দেখলাম, আবার নিরপরাধকে কারাগারে যেতেও দেখলাম। আমি তাপস ভাইয়াকে চিনি ঠিক দশ বছর। এই দশ বছরে আমি তাকে শুধু গান নিয়ে বড় বড় স্বপ্ন দেখতে দেখেছি। একা না দেখে মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে স্বপ্ন দেখতে শিখিয়েছেন তিনি। সম্পূর্ণ নিজ উদ্যোগে সঙ্গীতাঙ্গন বদলানোর ইচ্ছা পোষণ করার মতো পাগলামি কেউ করে? এটাই ওনার ভুল ছিল।’

ওই পোস্টে তাপসকে অরাজনৈতিক দাবি করে ঐশী লিখেছেন, ‘তিনি তো রাজনৈতিক কেউ ছিলেন না। সাংস্কৃতিক লোককে রাজনৈতিক বানায় দিলেন প্রতিহিংসার জেরে। মিউজিক নিয়ে এত অ্যাগ্রেসিভ কাউকে আমি দেখিনি। বরং মিউজিকের নামে … করতে অনেককেই দেখলাম। সেই মানুষগুলাকে আবার বড় গলায় কথাও বলতে দেখি। সত্যকে জেতাতে চাইলে সঠিক তথ্য বের করে উপস্থাপন করেন মানুষের সামনে, যদি সাহস থাকে। সব রহস্য উন্মোচন করে দেন। সবাই জানুক সত্যটা কী! ভিত্তিহীন মজা তো বহুত নিলেন। আল্লাহর ওয়াস্তে এবার সত্যকে জেতার সুযোগ করে দেন! না হলে বৈষম্যই তো হইলো। লাভটা কী হইলো তাহলে?’

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত