Homeপ্রবাসের খবরসড়কেই নামাজ পড়লেন তিতুমীরের শিক্ষার্থীরা – প্রবাস খবর

সড়কেই নামাজ পড়লেন তিতুমীরের শিক্ষার্থীরা – প্রবাস খবর


স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ভোরে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে কলেজের মূল ফটকের সামনে অবস্থান করছেন তারা। এমন অবস্থায় শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজও শিক্ষার্থীরা আদায় করেছেন কলেজের সামনের সড়কের ওপর।

শুক্রবার পবিত্র জুমাবার হওয়ায় সকালেই ঘোষণা দেওয়া হয় যে, অনশনরত শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে জামায়াতে জুমার নামাজ আদায় করবেন। পরে তাতে আরও অনেক শিক্ষার্থী অংশ নেন। প্রায় দেড় শ শিক্ষার্থী একসঙ্গে জুমার নামাজ আদায় করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কলেজের সামনের সড়কে এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পাশাপাশি অনশন কর্মসূচিও চলতে থাকে। অবরোধের কারণে মহাখালী থেকে গুলশান পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে দিনভর আশপাশের সড়কে তীব্র যানজটে ভোগান্তি পড়ে মানুষ।

অবরোধের মধ্যে রাত ৯টার দিকে কলেজের ফটকের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নুরুজ্জামান। দাবি-দাওয়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তুলে ধরবেন, তার এমন আশ্বাসেও পথ ছাড়েননি শিক্ষার্থীরা। রাত সোয়া ১টাও শিক্ষার্থীদের সড়কে অবস্থান করতে দেখা যায়। পরে ভোর ৪টার দিতে রাস্তা ছেড়ে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন অনশনরত শিক্ষার্থীরা।

এ ইউ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত