Homeপ্রবাসের খবরসংসদে প্রবাসীদের ১০ শতাংশ আসন থাকা উচিত: নুর

সংসদে প্রবাসীদের ১০ শতাংশ আসন থাকা উচিত: নুর


গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল ইসলাম নুর বলেছেন, পরবর্তী নির্বাচনে যদি সংসদীয় আসন ৪০০ করা হয় সেখানে প্রবাসীদের ১০ শতাংশ আসন থাকা উচিত। রোববার (৯ মার্চ) বিকেলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নুরুল ইসলাম নুর বলেন, গত ছয় মাসে দৃশ্যমান কোনো ভালো কাজ করে দেখাতে পারেনি বর্তমান সরকার। মালয়েশিয়ার শ্রমবাজার, বিমান টিকিট, পাসপোর্ট নবায়ন থেকে শুরু করে বিভিন্নস্থানে বিগত সরকারের আমলে গড়ে ওঠা যে সিন্ডিকেট রয়েছে তা ভেঙ্গে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারতো সরকার কিন্তু তা করেনি।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষা ও ধারাবাহিক ধর্ষণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এ সরকার অতি দুর্বল সরকার। বিদেশি কূটনীতিকদের প্রেসক্রিপশনে গঠিত এ সরকার কীসের ভিত্তিতে গড়ে তোলা হয়েছে তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন ডাকসুর সাবেক এই নেতা।

নুর বলেন, ডিসেম্বরে নির্বাচন নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। যদিও প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে, তবে আমি এ নিয়ে সন্দিহান। দেশের পরিস্থিতি মোটেও নির্বাচনের জন্য অনুকূল নয়। দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ারও দাবি জানান তিনি।

দীর্ঘ বক্তৃতায় সরকারের সমালোচনা করে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, এনজিও কর্মী কিংবা সমাজকর্মী দিয়ে দেশ চালানো সম্ভব নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, রাজনৈতিক ঐক্যমত দরকার। কিন্তু এখন আমরা বিভাজন দেখতে পাচ্ছি।

কুয়ালালামপুরের একটি হোটেলের হলরুমে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখা আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুর। উক্ত অনুষ্ঠানে প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার সহ-সভাপতি ফয়সাল শেখের সঞ্চালনায় ও সভাপতি শাহাজাহান মিথুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তারিকুর রহমান, প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক মো. মোকাম্মেল হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক রেজওয়ান সিদ্দিকী, মালয়েশিয়া শাখার সাবেক সভাপতি জাহিদ হাসান, সহ-সভাপতি আমির হোসেন, নাগরিক কমিটি মালয়েশিয়া চ্যাপ্টারের আহ্বায়ক মো. এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি মো. বশির ইবনে জাফর, প্রবাসী অধিকার পরিষদ কুয়ালালামপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. আল-আমিন, সেলাঙ্গর কমিটির সভাপতি শামিম আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদের অর্থ সম্পাদক শিমুল শেখ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল রাজ, সেলাঙ্গর প্রদেশ শাখা কমিটির সাধারণ সম্পাদক শান্ত সরকার।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত