টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের চার বাসে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ঘাটাইল থানা পুলিশের পরিদর্শক তদন্ত সজল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঘাটাইল উপজেলার রামদেবপুর ভবানীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আয়নাল হক (৪১), একই গ্রামের মিন্নত আলীর ছেলে মো. ফজলুল হক ওরফে ফজলু (৩৮), বছির উদ্দিনের ছেলে আয়নাল হক (৩৭) ও মালিরচালা পাহাড়ীয়া পাড়া গ্রামের আরফান আলীর ছেলে নাসির (৪০)। তাদের দেওয়া তথ্যমতে অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে মামলার তদন্ত কর্মকর্তা।
সজল খান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এমন সন্দেহের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেলে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের ভুক্তভোগীদের দ্বারা শনাক্তের জন্য আদালতে আবেদন করা হবে। যেহেতু ডাকাতরা মুখোশ পরে আসেনি, তাই ভুক্তভোগীদের দাবি ডাকাতদের দেখলে তারা চিনতে পারবেন। আর যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ বেশ কিছু মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর রাতে টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় গজারি গাছ ফেলে সড়ক অবরোধ করে শিক্ষা সফরের চারটি বাসে ডাকতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা নগদ দেড় লাখ টাকা, দেড় ভরি স্বর্ণ এবং ১০টি মোবাইল লুট করে। এ ব্যাপারে ঘাটাইল থানায় মঙ্গলবার রাতেই ডাকাতের কবলে পড়া ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান মামলা করেন।
এস এইচ/