Homeপ্রবাসের খবরশাহরুখের জন্মদিনে এলাহি আয়োজন, কারা নিমন্ত্রণ পেলেন?

শাহরুখের জন্মদিনে এলাহি আয়োজন, কারা নিমন্ত্রণ পেলেন?


বলিউড বাদশা শাহরুখ খান মানেই অন্যরকম কিছু। তার প্রতিটি জিনিসই যেন ভক্তদের নজর কাড়ে। প্রিয় অভিনেতার জন্মদিন উপলক্ষে ভক্ত দর্শকেরও থাকে আলাদা আয়োজন। আগামী ২ নভেম্বর ৫৯ বছরে পা দেবেন তিনি। এরই মধ্যে জানা গেছে জাঁকজমকপূর্ণ আয়োজন করতে চলেছেন বলিউড কিং।

বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন আগামী মাসে। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। এ বছর ৫৯-এ পা দেবেন কিং খান। বরাবরের মতো এবারও থাকছে এলাহী আয়োজন। তবে থাকছে কিছু ভিন্নতাও।

জানা গেছে, শাহরুখের ৫৯ তম জন্মদিনের পার্টির জাঁকজমকে কোনো ফাঁক রাখছেন না শাহরুখের স্ত্রী গৌরী খান। আলিয়া ভাট, রণবীর কাপুর থেকে শুরু করে সাইফ- কারিনার মতো বলিপাড়ার তারকারা থাকবেন পার্টিতে।

২৫০ জনের কাছে এই পার্টির আমন্ত্রণপত্র গেছে বলে খবর রয়েছে। জানা গেছে, মান্নাতে সেদিন আসবেন রণবীর সিং-ও। তার সঙ্গে কি দেখা মিলবে দীপিকা পাড়ুকোনেরও? সেই সম্ভাবনা প্রবল!

আগামী ২ নভেম্বর ৫৮ পার করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর সে উপলক্ষ্যেই এবার বড় এক পার্টির আয়োজন করছেন নিজের বাসা মান্নাতে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত