Homeপ্রবাসের খবরলিবিয়ায় মানবপাচারের ‘মূলহোতা’ ফখরুদ্দিন গ্রেফতার

লিবিয়ায় মানবপাচারের ‘মূলহোতা’ ফখরুদ্দিন গ্রেফতার


লিবিয়ায় ভয়ংকর মানব পাচার ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মাফিয়া প্রধান ফখরুদ্দিন-কে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করেছে গোয়েন্দা সংস্থা। দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের লিবিয়ায় পাচার, আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত এই পাচারচক্রের প্রধানকে গতকাল (তারিখ) বিকেল ৫:৪৫ মিনিটে EgyptAir (MS970) ফ্লাইটে কায়রো থেকে ঢাকায় পৌঁছানোর পর আটক করা হয়।

তাকে বিমানবন্দর থেকে কৌশলে পালাতে সহায়তার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেলপার শওকত আলী-কেও গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগ আছে, দীর্ঘদিন ধরে বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের লিবিয়া পাচার করত ফখরুদ্দীন ও তার চক্র। পরে বন্দীশিবিরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হতো তাদের। মুক্তিপণ আদায়ের পর ভুক্তভোগীদের মুক্তি না দিয়ে অন্য চক্রের কাছে বিক্রি করে দিতেন ফখরুদ্দীন।

 

ভিকটিম আশিকুর রহমান সুমন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাফিয়া ফখরুদ্দিন তার ক্যাম্পে জিম্মি করে মুক্তিপন আদায় শেষে অন্য মাফিয়ার কাছে বিক্রি করা ১৬ ভিকটিমের স্বজনরা উপস্থিত আছেন বিমানবন্দর থানায়।

এ ইউ/  



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত