Homeপ্রবাসের খবরযে হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ – প্রবাস খবর

যে হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ – প্রবাস খবর


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এরইমধ্যে প্রায় অর্ধশত আহত হয়েছেন বলেও জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

যে ছাত্রলীগ হতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে বলে মন্তব্য করেছেন হাসনাত। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

নেটিজেনরা ধারণা করছেন, কুয়েটে দুইপক্ষের সংঘর্ষের ঘটনার দিকে ইঙ্গিত করেছেন তিনি। খুলনার ঘটনায় উভয়পক্ষের প্রায় পঞ্চাশজন শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিন দুপুর ২টার দিকে কুয়েট ক্যাম্পাসের পকেটে গেইট থেকে এই সংঘর্ষ শুরু হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত, কুয়েটে বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীরা সহপাঠীদের বিচারের দাবিতে ক্যাম্পাস অবস্থান করছে। এছাড়া ক্যাম্পাসে দুই প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে।

এম এইচ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত