Homeপ্রবাসের খবরমায়ানমারের দুঃস্বপ্ন পেরিয়ে ঘরে ফিরছেন ১৮ বাংলাদেশি!

মায়ানমারের দুঃস্বপ্ন পেরিয়ে ঘরে ফিরছেন ১৮ বাংলাদেশি!


তারা আজ রাত ১২:৪৫ মিনিটে থাইএয়ারওয়েজ (TG-339) বিমানে করে ঢাকায় ফিরছেন।

আজকের রাত তাদের জন্য শুধুই এক ফ্লাইট নয়, বরং মুক্তির এক নতুন সূর্যোদয়! মানবপাচারের নির্মম শিকার হওয়া ১৮ বাংলাদেশি, যারা মায়ানমারের ভয়ঙ্কর স্ক্যাম সেন্টারে বন্দি জীবন কাটিয়েছেন।

চাকরি ও ভালো ভবিষ্যতের প্রলোভনে ফেলে মানবপাচারকারীরা তাদের প্রথমে থাইল্যান্ডে নিয়ে যায়, এরপর মায়ানমারের স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেয়। সেখানে তাদের দিয়ে জোরপূর্বক সাইবার অপরাধমূলক কাজে বাধ্য করা হতো, আর প্রতিদিন তারা বেঁচে থাকার জন্য লড়াই করতেন।

অবশেষে ভুক্তভোগীদের পরিবার, ব্র্যাক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরলস কূটনৈতিক প্রচেষ্টায় সেই দুঃসহ বন্দিদশা থেকে মুক্তি মিলেছে। আজ রাতে তারা তাদের প্রিয় মাতৃভূমিতে ফিরে আসছেন, ফিরে আসছেন স্বজনদের বুকে!

দেশে ফেরা কর্মী হলেন: ১.ওমর ফারুক, ২. রাশেদুল ইসলাম রিফাত, ৩. আলিফ ইমরান, ৪. মোহাম্মদ রায়হান সুবহান, ৫. এস কে আরমান, ৬. পাভেল চৌধুরী, ৭. মনির হোসেন, ৮. ইসমাইল হোসেন, ৯. নাজিম উদ্দীন, ১০. জহির উদ্দিন, ১১. তানভীর আহাম্মেদ রাফি, ১২. তাইনুর খলিলুল্লাহ, ১৩. সায়মন হোসেন আবির, ১৪. উজ্জ্বল হোসেন, ১৫. মেহেদী হাসান শান্ত, ১৬. মোহাম্মদ কায়সার হোসেন, ১৭. শাহ আলম ও ১৮. আকাশ আলী।

প্রসঙ্গত দেশি কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠানের লোভের বলি হয়ে কয়েকশ’ প্রবাসীর জীবন এখন দুর্বিষহ। বিভিন্ন দেশের বিদ্রোহীদের কাছে তাদের বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। এরমধ্যে একটি উল্লেখযোগ্য অংশ রয়েছে থাইল্যান্ড, মিয়ানমার লাওস, কম্বোডিয়া, চীনসহ বিভিন্ন সীমান্তের গহিন অরণ্যে। থাইল্যান্ড সীমান্তের অদূরে মিয়ানমারের একাধিক স্ক্যাম সেন্টারে কয়েক মাস ধরে জিম্মি অবস্থায় দিনাতিপাত করে তারা।

এ ইউ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত