Homeপ্রবাসের খবরভারত-আওয়ামীলীগের বাসর চলছে, ওখানে আপনারা ঢুকবেন না: পিনাকি – প্রবাস খবর

ভারত-আওয়ামীলীগের বাসর চলছে, ওখানে আপনারা ঢুকবেন না: পিনাকি – প্রবাস খবর


রাজনৈতিক বিশ্লেষক এবং এক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য গতকাল তার নিজস্ব ইউটিউব চ্যানেলে আগামী দিনের সংঘাত মোকাবেলায় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। সেই সাথে আওয়ামীলীগকে সাবধান করেছেন এবং বিএনপিকে করেছেন হুঁশিয়ার।

তিনি বলেন, আওয়ামীলীগ সরকার পতনেরর পর অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস। তিনি নানা আন্দোলন-সংঘাত ও সংকট মোকাবিলা করছেন। বিশ্বজুড়ে পরিচিত এই অর্থনীতিবিদের প্রতি বিদেশি সংস্থাগুলোর আস্থা দেখা যাচ্ছে, এবং তারা কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে তার সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন, ২০২৬ সালে বিএনপি কঠিন সংকটের মুখে পড়তে যাচ্ছে। তার মতে, দেশে চলমান অস্থিরতা, সহিংসতা ও সংঘাতের পাশাপাশি পোশাক, কৃষি, অর্থনীতি ও ওষুধ শিল্পে সংকট আসতে পারে, যার জন্য বিএনপি প্রস্তুত নয়। তিনি বলেন, বিএনপির কাছে এ সংকট মোকাবিলার জন্য কোনো সুস্পষ্ট রূপরেখা নেই, ফলে তারা ক্ষমতায় গেলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে।

পিনাকি আরও দাবি করেন, বিএনপি ভারতের সঙ্গে সমঝোতা করে নির্বাচন চাইছে এবং সেই মোতাবেক আওয়ামী লীগকে সমর্থন ও পুনর্বাসন করছে। তবে এভাবে ক্ষমতায় গেলে জনগণ তা মেনে নেবে না। তিনি বলেন, “দেশপ্রেমিক জনতা এসবের জন্য জুলাই আন্দোলনে প্রাণ দেয়নি।”

ভারতের বিষয়ে সতর্ক করে পিনাকি বিএনপিকে ব্যঙ্গ করে বলেন, “এখন আওয়ামী লীগ-ভারতের বাসর চলছে, আপনারা ঐখানে ঢুকার চেষ্টা করবেন না। ভারতকে আপনারা এখনো চিনতে পারেন নাই।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ভারতের প্রেসক্রিপশনে যেভাবে চলেছে, বিএনপি যদি একই পথে হাঁটে, তাহলে তাদের পরিণতি আরও করুণ হবে।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত