Homeপ্রবাসের খবরবিদেশ ফেরত প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা কাস্টমসের

বিদেশ ফেরত প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা কাস্টমসের


একজন যাত্রী বিদেশ হতে ২ টি ব্যবহৃত মোবাইল ফোন বিনা শুল্কে এবং ১ টি নতুন মোবাইল ফোন শুল্ক পরিশোধ করে আনতে পারবেন। তার অতিরিক্ত মোবাইল আটকযোগ্য- এমন তথ্য জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস। সোমবার ক্ষুদে বার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।

এর আগে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট উপস্থাপনের দিন থেকে কার্যকর হয়েছে কাস্টমস আইন, ২০২৩। এই আইনে বলা হয়েছিল ব্যবহার করা দুই ফোন শুল্কবিহীন হলেও নতুন একটি মোবাইল হ্যান্ডসেটের জন্য বন্দরে শুল্ক পরিশোধ করতে হবে। এটি সর্বনিম্ন ৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া কাস্টমস আইনের অধীনে এনবিআর ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৪’ এর প্রজ্ঞাপন জারি করে ৫ নং ধারায় বলেছে, ‘‘এই বিধিতে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, একজন যাত্রী তফসিল-৩ এ উল্লিখিত পণ্যের প্রত্যেকটির একটি করিয়া পণ্য সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে এবং তফসিল-২ এ উল্লিখিত পণ্যের প্রত্যেকটির একটি করিয়া পণ্য উক্ত তফসিলে উল্লিখিত শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে আমদানি করিতে পারিবেন।

‘‘তবে শর্ত থাকে যে, একজন যাত্রী সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে আমদানি করিতে পারিবেন এবং তফসিল-২ অনুযায়ী শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে, একটি নতুন মোবাইল ফোন আমদানি করিতে পারিবেন, তবে ইহার অতিরিক্ত আমদানিকৃত মোবাইল ফোনের ক্ষেত্রে বিধি ১০ ও অন্যান্য প্রচলিত বিধিবিধান প্রযোজ্য হইবে।’’

এ ইউ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত