Homeপ্রবাসের খবরবন্ধ ফ্ল্যাটে মিলল ৯৫ কেজি সোনা, ৯০ কোটি টাকা – প্রবাস খবর

বন্ধ ফ্ল্যাটে মিলল ৯৫ কেজি সোনা, ৯০ কোটি টাকা – প্রবাস খবর


ভারতের গুজরাটে একটি বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ৯৫ কেজি স্বর্ণ ও নগদ ৯০ কোটি টাকা। টাকা গোনার জন্য ও স্বর্ণ ওজনের আনা হয়েছে মেশিন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় আহমেদাবাদের পালদি এলাকায় অভিযানে যান এটিএস এবং ডিআরআইয়ের কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি ফ্ল্যাটে তল্লাশি চালান তারা। ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে তল্লাশি চালানোর সময় স্তম্ভিত হয়ে যায় দলটি।

এর আগে, গোপন সূত্রে গোয়েন্দা পুলিশ খবর পায়, পালদি এলাকার একটি ফ্ল্যাটে প্রচুর স্বর্ণ এবং নগদ টাকা রয়েছে। সেই খবর পাওয়ার পর ভারতীয় পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস) এবং ডাইরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) ওই ফ্ল্যাটে যায়।

এটিএস জানিয়েছে, ফ্ল্যাটটি বাইরে থেকে বন্ধ ছিল। তারপর সেই ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে ৯৫ কেজি স্বর্ণের বিস্কুট এবং নগদ ৯০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ওই ফ্ল্যাটের মালিক মেঘ এবং তার বাবা মহেন্দ্র শাহ। তারা দু’জনই পলাতক রয়েছেন। তদন্তকারী এক কর্মকর্তা জানিয়েছেন, ফ্ল্যাটের ভেতরে একটি বাক্সে ৯০-১০০টি স্বর্ণের বিস্কুট থরে থরে সাজানো ছিল।

ফ্ল্যাটে থাকা একটি আলমারি থেকে টাকার বান্ডিল উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ওই টাকার পরিমাণ ৯০ কোটি টাকা। তবে পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এটিএসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ (এসিপি) এসএল চৌধুরি বলেন, “৯৫ কেজির বেশি স্বর্ণের বিস্কুট, গয়না এবং নগদ ৯০ কোটি টাকা উদ্ধার হয়েছে।”

এসিপি আরও জানিয়েছেন, মনে করা হচ্ছে, অভিযুক্তরা বড়সড় কোনো পাচার চক্রের সঙ্গে জড়িত। তবে দু’জনই পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। ডিআরআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, টাকা গোনা এবং স্বর্ণ ওজনের যন্ত্র আনা হয়েছে।

তবে এ ধরনের ঘটনা এই প্রথম নয়, আহমেদাবাদে এর আগেও ২০২০ সালে একটি গুদামঘর থেকে ১০০ কেজি স্বর্ণ এবং সুরাতের একটি ফ্ল্যাট থেকে নগদ ১০ কোটি টাকা উদ্ধার হয়।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত