Homeপ্রবাসের খবরদ. আফ্রিকায় বাংলাদেশি নিহত | SUN NEWS BANGLADESH

দ. আফ্রিকায় বাংলাদেশি নিহত | SUN NEWS BANGLADESH


প্রবাস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন মিলন (৩৬) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছে। এসময়ে আরও ২ বাংলাদেশি আহত হয়েছেন।


আরও পড়ুন : চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন কাল


শুক্রবার (১২ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টার দিকে দেশটির নর্থওয়েস্ট প্রভিন্সের ব্রিটস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত মোশারফ হোসেন ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।


আহতরা হলেন, বাংলাদেশি আরিফ ও মামুন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।


আরও পড়ুন : অশুভ শক্তি কোটাবিরোধীতায় নেমেছে


এমদাদ হোসেন নামে নিহতের এক স্বজন জানান, শুক্রবার দক্ষিণ আফ্রিকায় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর একটি মাহফিল শেষে নিজ কর্মস্থল প্রিটোরিয়া শহরে ফিরছিলেন মিলন। পথে তাদের বহনকারী গাড়ির সঙ্গে একটি লরির ধাক্কা লাগলে ঘটনাস্থলে মিলনের মৃত্যু হয়। এসময় তার সঙ্গে গাড়িতে থাকা অন্য দুই সহযোগী আহত হন।


জানা গেছে, নিহত মোশারফ পরিবারের মেজো সন্তান। জীবিকার তাগিদে ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তিনি। সেখানে তার দুটি দোকান ছিল। সর্বশেষ ছয় মাস আগে দেশে এসেছিলেন তিনি।


এদিকে, মিলনের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।


আরও পড়ুন : রাজধানীতে প্রাইভেটকারে আগুন


সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান জানান, প্রবাসীর পরিবারের সঙ্গে কথা বলেছি। দ্রুত মরদেহ দেশে আনার জন্য আমরা সহযোগিতা করব। এ ছাড়া সরকারিভাবে আর্থিক সহযোগিতাও করা হবে।


সান নিউজ/এমআর



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত