চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ওসি মো. নেজাম উদ্দিনকে মারধর করা হয়েছে। তাকে কলার ধরে টেনেহিঁচড়ে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নগরীর চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম শহিদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ ঘটনার একটি লাইভ ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, নীল শার্ট পরিহিত ছিলেন সাবেক ওসি নেজাম। তাকে কলার ধরে টেনেহিঁচড়ে গলা টিপে ধরতে দেখা যায়। সেখানে আরও কয়েকজন যুবককে দেখা যায়।
ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, এই সেই ওসি নেজাম, যে জনতার মেয়র ডা. শাহাদাতকে, আমাদেরকে ১৫ বছর কষ্ট দিয়েছে। আজকে তাকে আমরা ধরেছি। পাঁচলাইশ থানার সামনে আমাদের দলীয় লোকজনকে জড়ো হওয়ার অনুরোধ জানাচ্ছি।
এ দিকে পুলিশ বলছে, ওসি নেজাম উদ্দিন পাঁচলাইশ এলাকার একটি স্কুল থেকে তার ছেলেকে আনার সময় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, ‘স্যারকে আমরা হেফাজতে নিয়েছি। পরে বিস্তারিত জানানো যাবে।’
উল্লেখ্য, ওসি নেজাম উদ্দিন কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট ও সবশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ইউ/