Homeপ্রবাসের খবরগণভবনে কে যাবে নির্ধারণ করবে জনগণ, ভারত নয় : হাসনাত – প্রবাস...

গণভবনে কে যাবে নির্ধারণ করবে জনগণ, ভারত নয় : হাসনাত – প্রবাস খবর


গণভবনে কে যাবে তা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে ভারত থেকে নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল)।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে আত্মপ্রকাশ করতে যাওয়া এনসিপির দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সংসদে কে যাবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। সংসদের মসনদে কে বসবে সেটি নির্ধারণ করবে এ দেশের ভূখণ্ডের জনগণ। দীর্ঘ দেড় দশক ধরে আমরা একটা জাতি গড়ে তুলতে পারিনি, বিভাজনের রাজনীতি আমাদের মাঝে ইচ্ছা করেই জিইয়ে রাখা হয়েছে।

নতুন দলের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে প্রোপারলি ফাংশনাল করব। আমরা একতার রাজনীতি প্রচলন করব। রক্ত দেয়া শিখে গেছি, আমাদের কেউ দমায় রাখতে পারবে না। এ দেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। এই বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতা থাকবে।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত