Homeপ্রবাসের খবরইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার – প্রবাস খবর

ইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার – প্রবাস খবর


টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দুই পক্ষের অবস্থানের ওপর জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার প্রত্যাহার করে নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডা. নাজমুল করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইজতেমা ময়দানে পূর্বের জারি করা বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়া হয়েছে। সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জিএমপি পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটারব্যাপী এলাকায় জারিকৃত আদেশসমূহ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৫টা থেকে প্রত্যাহার করা হলো।’

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর দুপুরে গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

এর আগে ওই দিন রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন উভয় পক্ষের শতাধিক মুসল্লি।

এ ইউ/  



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত