Homeপ্রবাসের খবরঅভিনয়শিল্পী সংঘের নতুন সভাপতি আজাদ, সম্পাদক রাশেদ অপু

অভিনয়শিল্পী সংঘের নতুন সভাপতি আজাদ, সম্পাদক রাশেদ অপু


টেলিভিশন নাটকের শিল্পীদের সর্ববৃহৎ সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু।

আজ শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪০ জন প্রার্থী, যেখানে ভোটার সংখ্যা ছিল ৬৯৯।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অভিনেতা খায়রুল আলম সবুজ। কমিশনার হিসেবে তার সঙ্গে ছিলেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আপিল বোর্ডে দায়িত্ব পালন করেন প্রবীণ অভিনয়শিল্পী মামুনুর রশীদ, আবুল হায়াত এবং দিলারা জামান।

এবারের নির্বাচনে সভাপতি পদে আজাদ আবুল কালামের প্রতিদ্বন্দ্বী ছিলেন অভিনেতা আব্দুল্লাহ রানা। সাধারণ সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন রাশেদ মামুন অপু ও শাহেদ শরীফ খান।

অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সহ-সভাপতি পদের জন্য প্রার্থী ছিলেন ছয়জন—আশরাফ টুলু, মো. ইকবাল বাবু, এস এম আশরাফুল আলম, এহসানুর রহমান, আজিজুল হাকিম ও শামস সুমন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাভেল ইসলাম, সুজাত শিমুল, শফিউল আলম বাবু, কবির টুটুল এবং রাজিব সালেহীন।
সাংগঠনিক সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন মাসুদ রানা মিঠু ও হিমে হাফিজ।

অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে নূর এ আলম নয়ন ও তানভীর মাসুদ।

উল্লেখ্য, বিদায়ী কমিটিতে সভাপতি ছিলেন আহসান হাবিব নাসিম এবং সাধারণ সম্পাদক ছিলেন রওনক হাসান। তবে তাঁরা এবারের নির্বাচনে অংশ নেননি।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত