Homeজাতীয়ফ্লাইটে ত্বকের যত্নে সহজ টিপস

ফ্লাইটে ত্বকের যত্নে সহজ টিপস


বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি শেয়ার করেছেন তাঁর ফ্লাইট বিউটি রুটিন। উচ্চতার কারণে ফ্লাইটে ত্বকে ডিহাইড্রেশন, ফোলাভাব ও রুক্ষতা দেখা দেয়। এসব সমস্যা দূর করতে প্রিয়াঙ্কা তাঁর ট্রাভেল ভ্যানিটি ব্যাগে রাখেন কিছু দরকারি প্রোডাক্ট।

মাইসেলার ওয়াটার:

প্লেনে মুখ ধোয়া ঝামেলার হতে পারে। তাই প্রিয়াঙ্কার পরামর্শ—ছোট বোতলে মাইসেলার ওয়াটার ও কটন প্যাড নিন। এতে সহজেই মুখ পরিষ্কার করা যাবে।

ফেস মাস্ক:


ঘুমানোর সময় কিংবা বই পড়ার ফাঁকে ব্যবহার করুন হাইড্রেটিং ফেস মাস্ক। হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন ও অ্যালোভেরা যুক্ত মাস্ক ত্বককে রাখে সতেজ ও ময়েশ্চারাইজড।

টোনার:

অনেকে টোনার বাদ দেন, কিন্তু এটি মুখের ছিদ্র টাইট করতে সাহায্য করে এবং ফেস মাস্কের গুণ বজায় রাখে।

ময়েশ্চারাইজার:


সেরামাইড-ভিত্তিক হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে থাকা হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন, শিয়া বাটার ও সেরামাইড ত্বকের আর্দ্রতা ধরে রাখে ও রক্ষা করে ত্বকের প্রাকৃতিক স্তর।

প্রিয়াঙ্কার মতে, ভ্রমণের সময়ও ত্বকের যত্ন নেওয়া জরুরি। একটু সচেতন হলেই ৩০,০০০ ফুট উঁচুতেও ত্বক থাকবে উজ্জ্বল ও প্রাণবন্ত।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত