Homeদেশের গণমাধ্যমেকুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভা

কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভা


কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দফা দাবি বাস্তবায়ন, জাতিসংঘের তত্ত্বাবধানে সাম্প্রদায়িক সহিংসতা তদন্ত, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তসহ বিভিন্ন জেলায় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

পরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ সব অঙ্গসংগঠন ও সংখ্যালঘু ঐক্যমোর্চাভুক্ত সংগঠনগুলোর সমন্বয়ে আগামী ২ নভেম্বর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার রায়ের সভাপতিত্বে কুমিল্লা মর্ডান কমিউনিটি সেন্টারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বকসীর পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মহানগর শাখার আহ্বায়ক খোকন চন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি নির্মল পাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক অচিন্ত্য দাশ টিটু, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক দিলীপ মজুমদার, মহানগর ঐক্য পরিষদের আহ্বায়ক খোকন চন্দ, হিন্দু মহাজোট নেতা তাপস নাহা, বিভিন্ন মন্দির পরিচালনা কমিটি সদস্য ও জেলার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতা কুমিল্লা সজল চন্দ, অধ্যাপক পার্থ সারথি আচার্য, উত্তম সরকার, জেলা যুব ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক শ্যামল দে প্রমুখ।

সভায় আগামী ২ নভেম্বর কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে এবং নির্দেশনা অনুযায়ী জেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত