Homeপ্রবাসের খবরএবার যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্কারোপ করছে চীন

এবার যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্কারোপ করছে চীন


বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি চীনের ওপরও নতুন করে শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর জবাবে এবার সব ধরনের মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলো চীন।

ঘোষণা অনুযায়ী, আগামী ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের ওপর এ অতিরিক্ত শুল্ক কার্যকর হবে। খবর এএফপির।

বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, বেইজিংয়ের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সব পণ্যের ওপর বর্তমানে প্রযোজ্য শুল্ক ছাড়াও ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

তাছাড়া সাতটি বিরল খনিজের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয়, যার মধ্যে রয়েছে গ্যাডোলিনিয়ামও ইট্রিয়াম।

এমনকি মার্কিন প্রশাসনের শুল্কারোপের নতুন সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি।

ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রের সব আমদানি পণ্যে সর্বজনীন ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা আজ, শুক্রবার (৪ এপ্রিল) রাত থেকে কার্যকর হবে। তাছাড়া, দেশটির সঙ্গে বাণিজ্যে উদ্ধৃত রয়েছে এমন বেশ কিছু দেশের ওপর প্রতিশোধমূলক প্রায় ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।

সেই পদক্ষপের অংশ হিসেবেই চীনের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এ ঘটনার পর পরই একই হারে পাল্টা শুল্কারোপের ঘোষণা দিলো চীন।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত