স্প্যানিশ কোপা দেল রে’র ফাইনালের বাকি এখনো ৩ সপ্তাহের বেশি। তবে বার্সার বিপক্ষে ২৭ এপ্রিলের ফাইনালে মাঠে নামার আগে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে চলছে গভীর পরিকল্পনা। লা লিগার দুই ক্লাসিকোতেই বড় ব্যবধানে হারলেও, আনচেলত্তির শিষ্যরা এবার আত্মবিশ্বাসী। তাদের বিশ্বাস, বার্সেলোনার সবচেয়ে দুর্বল দিক খুঁজে বের করেছে তারা—তবে কী সেই কৌশল?
বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালের আগে রিয়াল মাদ্রিদ শিবিরে আত্মবিশ্বাস বেড়েছে। তারা মনে করছে, ম্যাচের শেষ ৩০ মিনিটে বার্সেলোনার শারীরিক সক্ষমতা কমে যায়, আর এটাই তাদের হারানোর চাবিকাঠি হতে পারে। এমনই দাবি তুলেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিঙ্গিতো।
এই মৌসুমে এর আগে হওয়া দুটি ক্লাসিকোতেই রিয়ালকে হারিয়েছে বার্সেলোনা—একবার ৪-০, আরেকবার ৫-২ ব্যবধানে। তবে মাদ্রিদের অভিজ্ঞ খেলোয়াড়রা মনে করছেন, যদি ম্যাচের প্রথম ৬০ মিনিট পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখা যায়, তাহলে শেষ দিকে তারা বার্সাকে গুঁড়িয়ে দিতে পারবে। রিয়ালের ধারণা, বার্সেলোনার শক্তিশালী শুরু হলেও, ম্যাচের শেষভাগে তারা ধীরে পড়ে যায়, আর সেখানেই কৌশলী আঘাত হানার সুযোগ তৈরি হয়।
এল চিরিঙ্গিতোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, রিয়ালের সিনিয়র খেলোয়াড়রা বার্সেলোনার এই শারীরিক দুর্বলতা নিয়ে আলোচনা করেছেন। বার্সার বর্তমান কোচ হান্সি ফ্লিকের দল শুরুর দিকে দারুণ গতিতে খেললেও, শেষ দিকে শক্তি হারিয়ে ফেলে। রিয়াল বিশ্বাস করছে, যদি তারা ম্যাচের প্রথম অংশে গোল হজম না করে কিংবা সমতায় থাকে, তাহলে ম্যাচের শেষভাগে জয় পাওয়া সম্ভব।
কোপা দেল রে ফাইনালের আগে রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে বেশ কয়েকটি ম্যাচ খেলতে হবে, যেখানে জয়ের ধারায় থাকতে মরিয়া থাকবে আনচেলত্তির দল। এখন দেখার বিষয়, এল ক্লাসিকোর মহারণে বার্সেলোনা কি রিয়ালের এই পরিকল্পনার বিরুদ্ধে কিছু করতে পারে, নাকি রিয়ালের কৌশলই শেষ হাসি হাসবে!