Homeপ্রবাসের খবরনদীতে অস্ত্র নিয়ে মহড়া ও অশ্লীল নৃত্য, সেনাবাহিনীর হাতে আটক ১৬

নদীতে অস্ত্র নিয়ে মহড়া ও অশ্লীল নৃত্য, সেনাবাহিনীর হাতে আটক ১৬


ধলেশ্বরী নদীতে নৌকা নিয়ে কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র মহড়া ও অশ্লীল নৃত্য প্রদর্শন করায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই গ্রুপের ১৬ জনকে আটক করেছে। বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল এসব সদস্যকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, অভিযান চলাকালে কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পোস্টে উল্লেখ রয়েছে, ২ এপ্রিল কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল একটি কিশোর গ্যাংয়ের ১৬ জন সদস্যকে গ্রেপ্তার করে। ওই সময়ে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল।

পরবর্তীতে নৌকাটিকে নিয়ন্ত্রণে নিয়ে সার্চ করে কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাংয়ের ১৪ সদস্যসহ ৮টি রামদা ও ৭টি কুড়াল উদ্ধার করা হয়। অতঃপর আটককৃতদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে আরও ২ জন গ্যাং লিডারকে আটক করে সবাইকে কেরানীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে সেনাবাহিনীর টহল দল পালিয়ে যাওয়া সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত